রমাদান হল গুনাহ মাফের মাস, রহমত ও বরকতের মাস। এই পবিত্র মাসে আল্লাহর কাছে দোয়া ও ইবাদতের মাধ্যমে আমরা কীভাবে আমাদের পাপ ক্ষমা করাতে পারি? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি—
✅ রমাদানের ফজিলত ও রহমত
✅ কোন দোয়াগুলো বেশি বেশি পড়া উচিত?
✅ তওবা ও ইস্তেগফার করার গুরুত্ব
✅ গুনাহ মাফের আমল ও বিশেষ ইবাদত
✅ লাইলাতুল কদরের মহিমা ও করণীয়
🔹 আল্লাহ বলেন:
“বল, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন।” (সূরা আজ-জুমার ৩৯:৫৩)
🌙 এই রমাদান হোক গুনাহ মুক্তির একটি সুযোগ। আল্লাহর দরবারে ফিরে আসুন, তার রহমত ও মাগফিরাত অর্জন করুন।