All Sermons
pray for parents
Bible Passage
This content is part of a series Islamic Life, in topic Islamic Life & .

মা বাবার জন্য সন্তানের শ্রেষ্ঠ দোয়া

  • Islamic Series
Date preached June 10, 2022

মা-বাবা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমাদের লালন-পালন করেছেন, স্নেহ-ভালোবাসায় গড়ে তুলেছেন। ইসলাম আমাদের শিখিয়েছে, মা-বাবার প্রতি সদাচরণ ও তাদের জন্য দোয়া করা সন্তানের অন্যতম বড় দায়িত্ব।

এই ভিডিওতে আমরা আলোচনা করেছি—

মা-বাবার জন্য সর্বোত্তম দোয়া
কোরআন ও হাদিস থেকে প্রমাণিত দোয়া
কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন?
মৃত বা জীবিত মা-বাবার জন্য দোয়ার উপকারিতা
সন্তান হিসেবে আমাদের করণীয় ও দায়িত্ব

🔹 আল্লাহ বলেন:
“হে আমার রব! তাদের প্রতি অনুগ্রহ করুন, যেমন শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন।” (সূরা আল-ইসরা ১৭:২৪)

💖 মা-বাবার জন্য দোয়া করলে, আল্লাহ সন্তুষ্ট হন, দুনিয়া ও আখিরাতে বরকত দেন। তাই আসুন, আমরা সবাই এই দোয়াগুলো শিখি ও আমল করি।

In series Islamic Life